‌Fact Check: বলিউডের কিংবদন্তী নায়ক দিলীপ কুমারের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি তাঁর মৃত্যুর আগে তোলা শেষ ভিডিও নয়; সত্য জানুন এখানে

0 136

বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার, যিনি ২০২১ সালের ৭ জুলাই প্রয়াত হয়েছেন, তাঁর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর স্ত্রী সায়রা বানু তাঁকে হাসপাতালে খাবার খাইয়ে দিচ্ছেন। এই ভিডিও শেয়ার করা হচ্ছে এই দাবি করে যে এটি তাঁর মৃত্যুর আগের শেষ ভিডিও। ভিডিওটিতে দাবি হিসেবে লেখা আছে ‘‌দিলীপ কুমার আমাদের ছেড়ে চলে যাওয়ার আগে হাসপাতালে তাঁর শেষ ভিডিও। সায়রা বানুজি তাঁকে খাবার খাইয়ে দিচ্ছেন।’‌

এই পোস্টের লিঙ্ক এখানে দেওয়া হল (‌ here )‌। এখানে এমন আরও পোস্ট দেখুন (‌ hereherehere and here )‌।

Fact check:

নিউজ মোবাইল এর ফ্যাক্ট চেক করে দেখেছে যে দাবিটি ভুয়ো।

ভিডিওটিকে অনেকগুলি কি–ফ্রেমে ভেঙে নিয়ে এবং রিভার্স ইমেজ সার্চ করে আমরা দেখতে পাই, এই ভিডিওটিতে ব্যবহৃত স্ক্রিনশটটি ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর নিউজ 18 (‌ News 18 )‌ প্রকাশ করেছিল। এই ছবিটির সঙ্গে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছিল, দিলীপ কুমারের হার্ট অ্যাটাক–এর পর তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এবং ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর তাঁকে সেখান থেকে ছেড়ে দেওয়া হবে।

দুটি ছবির তুলনা করে আমরা দেখতে পাই নিউজ 18 যে স্ক্রিনশটটি প্রকাশ করেছিল তাতে সায়রা বানু এবং দিলীপ কুমার ঠিক সেই জামাকাপড়ই পরে রয়েছেন যা তাঁদের এই ভাইরাল ভিডিওটিতে পরে থাকতে দেখা যাচ্ছে।

এই ভিডিওটি ২০১৩ সালের ২২ ডিসেম্বর দিলীপ কুমারের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে শেয়ার করা হয়েছিল। তাতে ক্যাপশন ছিল ‘‌আপনাদের প্রার্থনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। হাসপাতালে বিশ্রাম করছেন। গতকালের ভিডিও।’‌

https://twitter.com/TheDilipKumar/status/381625343318048768?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E381625343318048768%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fnewsmobile.in%2Farticles%2F2021%2F07%2F07%2Ffact-check-viral-video-of-bollywood-actor-dilip-kumar-is-not-the-last-video-before-his-death-heres-the-truth%2F

কাজেই যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি পুরনো। যা দাবি করা হচ্ছে তা ঠিক নয়। এটি মোটেই তাঁর মৃত্যুর আগে শেষ মুহূর্তগুলির ছবি নয়।