Fact Check: ২০১৮ সালের ছবি ভাইরাল হয়েছে উত্তরপ্রদেশে বিজেপি বিধায়কের মার খাওয়ার ছবি হিসেবে

0 163

সামাজিক মাধ্যমে ইদানীং কিছু ছবি অনেকে শেয়ার করছেন এই দাবি করে যে উত্তরপ্রদেশের আমরোহা জেলায় কিছু মহিলা এক বিজেপি বিধায়ককে মারধর করেন।

এখানে পোস্টটির (‌ post )‌ লিঙ্ক দেওয়া হল।

আরও এমন পোস্ট দেখুন (‌ herehereherehere and here )‌।

FACT CHECK

নিউজমোবাইল এই পোস্টটির ফ্যাক্ট–চেক করে দেখেছে যে এই দাবি ভুয়ো।‌

আমরা রিভার্স ইমেজ সার্চ করে দেখেছি এই ছবিগুলো মিডিয়া ভিজিল (‌ Media Vigil )‌ নামের একটি সাইটে রয়েছে ২০১৮ সালের একটি রিপোর্টের সঙ্গে।

এই রিপোর্টে বলা হয়েছে ছবিটি মদন বর্মা নামের আমরোহার এক স্থানীয় বিজেপি নেতার, এবং তাঁকে মহিলারা জুতো ও চপ্পল দিয়ে পিটিয়েছিলেন।

এই তথ্যের ভিত্তিতে কিওয়র্ড সার্চ করে আমরা এই বিষয়ের ওপর ২০১৮ সালের নিউজ১৮ইন্ডিয়া’‌র (‌ News18 India )‌ একটি রিপোর্ট দেখতে পাই।

লালনটপ–এর (‌ Lallantop )‌ ২০১৮ সালের একটি রিপোর্টে বলা হয়েছে ২০১৮ সালের ৫ জুন ক্যাবিনেট বৈঠক চলার সময় বাইরে কিছু মহিলা জমা হয়ে দাবি করেন তাঁদের রেশন কার্ড করে দিতে হবে।

এই সময় মদন বর্মা বাইরে এসে তাঁদের শান্ত করার চেষ্টা করলে উত্তেজিত মহিলারা তাঁকে রেশন ডিলারদের পক্ষ নেওয়ার দায়ে অভিযুক্ত করেন।

কাজেই ওপরের তথ্য থেকে স্পষ্ট, যে ছবিগুলি শেয়ার করা হচ্ছে সেগুলি পুরনো এবং পোস্টটি বিভ্রান্তিকর।