Fact Check: ‌না, এই ভাইরাল ইমেজে মঙ্গলগ্রহে মঙ্গলনাথ মন্দির দেখা যাচ্ছে না;‌ এখানে সত্য জানুন

0 415

সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে নাকি মঙ্গলের বুকে একটা মন্দির দেখা যাচ্ছে।

ছবির সঙ্গে ভাষ্যে লেখা আছে, “মঙ্গলের বুকে মঙ্গলনাথ মন্দির ৩২০০০ বছরের পুরনো। নাসা’‌র বৈজ্ঞানিকেরা এখন তা দেখতে পেয়েছেন কিউরিওসিটি রোভারের মাধ্যমে। যে প্রযুক্তি পশ্চিমী বিশ্ব এখম আয়ত্ত্ব করেছে, আমরা হিন্দুরা তা করেছিলাম হাজার হাজার বছর আগে। .. এটাই সনাতন ধর্মের সৌন্দর্য।”

এখানে এই পোস্টের লিঙ্ক (‌ here   )‌ দেওয়া হল। একই রকম পোস্ট দেখুন এখানে ও এখানে (‌  seen here and here.   )‌।

FACT CHECK
নিউজমোবাইল এর ফ্যাক্ট চেক করে দেখেছে যে এই দাবি অসত্য।

গুগল রিভার্স ইমেজ সার্চ করে আমরা ২০২১–এর ১৪ মে–র ফিজ.‌অর্গ (‌ Phys.org )‌–এ এই ছবিটিই দেখতে পাই। সঙ্গের নিবন্ধে বলা ছিল: “চিনের রোভার আগামী দিনে মঙ্গলে নামার চেষ্টা করবে।”

দুটো ছবির তুলনা করে আমরা দেখতে পাই ভাইরাল ইমেজের পশ্চাদভূমি ফিজ.‌অর্গ–এর ছবির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। কিন্তু রোভার আর মন্দির ডিজিটালি যুক্ত করা হয়েছে।

আমরা দেখতে পাই এই ছবিটি ২০২১–এর ১৪ মে প্রকাশিত হয়েছিল ডেকান হেরাল্ড (‌ Deccan Herald )‌–এও। তার ক্যাপশনে বলা ছিল, “নাসার থেকে ২০২১–এর ১২ মে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে নাসার পারসিভারেন্স মার্স রোভার তার ডুয়াল ক্যামেরা ম্যাস্টক্যাম–জেড ব্যবহার করে রোভারের থেকে ১.‌৫ মাইল (‌২.‌৫ কিমি)‌ দূরের ‘‌সান্টা ক্রুজ’‌ পাহাড়ের ছবি তুলেছে। কৃতিত্ব: AFP Photo/NASA/JPL-Caltech/MSSS/Handout.”

আমরা সংবাদমাধ্যমে ( media report) এমন কোনও খবর দেখতে পাইনি যেখানে বলা হচ্ছে মঙ্গলে মন্দির আছে।

কাজেই আমরা বলতে পারি ভাইরাল ছবিটি বানানো এবং ভাইরাল দাবি অসত্য।