Fact Check: এই ভাইরাল ছবিটি কী বাংলাদেশে বাঁশের টানেলের?‌ সত্য জানুন এখানে

0 221

সামাজিক মাধ্যমে একটি বাঁশের টানেলের ছবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে এটি বাংলাদেশের রংপুরের ছবি।‌

এই ছবির ক্যাপশনে বলা হয়েছে, “বাংলাদেশ ও পারে যদি ইচ্ছে করে লোকেশন রংপুর.”

এখানে ওপরের পোস্টের (  here )‌ লিঙ্ক দেওয়া হল। এমন আরও ছবি দেখুন (‌ hereherehere and here )‌

FACT CHECK
নিউজমোবাইল এর সত্যতা যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। ‌

আমরা গুগল রিভার্স ইমেজ করে দেখতে পাই এই ছবিটি আগে আপলোড করেছিল পিন্টারেস্ট ইউজার ‘‌ম্যাজিক অ্যান্ড রিয়ালিটি’‌ (‌ Magic and Reality )‌। ছবির বর্ণনায় এই ইউজার  লিখেছিলেন, ‘বাঁশের টালেন, ডব্লু হোটেল, সেমিনইয়াক, বালি।”

‌ওপরের পোস্টের সূত্র ধরে আমরা ‘‌ডব্লু হোটেল, সেমিনইয়াক, বালি’‌–র ওয়েবসাইটে (‌ website )‌ গিয়ে দেখতে পাই সেখানেও অনুরূপ একটি ছবি আপলোড করা আছে। এই হোটেলটির মালিকানা আছে ম্যারিয়ট ইন্টারন্যাশনালের হাতে। এটি একটি মার্কিন বহুজাতিক সংস্থা যারা হোটেল, বাসস্থান ও সম্পত্তির পরিচালন, ফ্রানচাইজি ও লাইসেন্স সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত।

আমরা ডব্লু হোটেলের ওয়েবসাইটের ছবির সঙ্গে ভাইরাল ছবি মিলিয়ে দেখে বুঝতে পারি ভাইরাল ছবিতে ওই ওয়েবসাইটে দেখানো জায়গাটির ছবিই পাশ থেকে তোলা হয়েছে।

ওয়েবসাইটটিতে (‌ website )‌ এমন আর একটি ছবি দিয়ে বলা ছিল, ‘বাঁশের আগমন।’

কাজেই আমরা বলতে পারি ছবিটি বালির সেমিনইয়েকের ডব্লু হোটেলের;‌ বাংলাদেশের রংপুরের নয়।