Fact Check: যে ভাইরাল ইমেজ গ্র‌্যাফিক মুল্লা বারাদরের মৃত্যুর কথা ঘোষণা করছে তা ভুয়ো

0 307

তালিবান আফগানিস্তানে নতুন সরকার গড়ার কথা বলার কিছুদিন পরেই সামাজিক মাধ্যমে একটি ইমেজ গ্র‌্যাফিক এসেছে, যেখানে দাবি করা হচ্ছে নতুন উপ–প্রধানমন্ত্রী মুল্লা বেরাদর কাবুলে নিহত হয়েছেন। ভাইরাল ইমেজ গ্র‌্যাফিক–এ ‘আল জাজিরা’ সংবাদ সংগঠনের লোগো রয়েছে।

বারাদর তালিবানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তালিবান অন্তর্বর্তী সরকার গড়ার সময় ৭ সেপ্টেম্বর তাঁকে উপ–প্রধানমন্ত্রী নিযুক্ত করে।

একজন ফেসবুক ইউজার (‌ Facebook user )‌ ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, “বারাদর নিহত।”

ছবির বাঁ দিকের শীর্ষে রয়েছে আল জাজিরার লোগো। সঙ্গে লেখা হয়েছে “ব্রেকিং: তালিবান মুখপাত্র জানিয়েছেন মুল্লা বারাদর গত রাতে কাবুলে নিহত।” অনেক ইউজার ফেসবুকে (  Facebook ) এটি শেয়ার করেছেন।

এখানে ওপরের পোস্টের ( herehere, and here )‌ লিঙ্ক দেওয়া হল।

FACT CHECK

নিউজমোবাইল এর সত্যতা যাচাই করে দেখেছে ছবিটি ভুয়ো। ‌

আমরা প্রাসঙ্গিক কিওয়র্ড সার্চ করে আল জাজিরার ওয়েবসাইট ও গুগল দেখি। সেখানে আমরা আল জাজিরা বা কোনও নির্ভরযোগ্য সংবাদ সংগঠনের কোনও খবর দেখিনি যাতে বলা হয়েছে বারাদর নিহত।

আরও পরীক্ষা করে আমরা ২০২১–এর ১৩ সেপ্টেম্বরে তালিবান মুখপাত্র সুহাইল শাহিনের (‌ Suhail Shaheen )‌ একটি টুইট পাই, যেখানে তিনি বলেছেন বারাদর একটি অডিও মেসেজে মানুষকে জানিয়েছেন তিনি বেঁচে আছেন ও ভাল আছেন।

‌আর এক টুইটে টোলো নিউজ (‌ TOLO news ) তালিবান মুখপাত্রকে উদ্ধৃত করে বলে বারাদর একটি অডিও মেসেজে মানুষকে জানিয়েছেন তিনি বেঁচে আছেন ও ভাল আছেন। টুইটে লেখা ছিল “তালিবান সরকারের উপ–প্রধানমন্ত্রী মুল্লা আবদুল গনি বেরাদর একটি অডিও মেসেজে বলেছেন তিনি আহত হননি। তালিবান মুখপাত্র মহম্মদ নইম এই টুইট করেন তালিবানের নিজেদের মধ্যে সংঘর্ষে বারাদরের আহত বা নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর।

রয়টার্সের (‌ TOLO news )‌ সাম্প্রতিক খবরে বলা হয়েছে, বারাদর এক ভিডিও সাক্ষাৎকারে রাষ্ট্রীয় টিভি–কে বুধবার বলেছেন তিনি তালিবানের নিজেদের মধ্যে সংঘর্ষে আহত হননি। দোহায় তালিবানের রাজনৈতিক অফিস এটি পোস্ট করে।

কাজেই এই উপসংহার টানা যায় যে গ্রাফিকটি ভুয়ো।