Fact Check: ‌এই ভিডিওটি মোটেই বাহরিনের রাজার রোবট বডিগার্ড সঙ্গে নিয়ে দুবাইতে আসার ছবি নয়

0 262

সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করা হচ্ছে যাতে দাবি করা হয়েছে যে সেটি বাহরিনের রাজার রোবট বডিগার্ড সঙ্গে নিয়ে দুবাইতে আসার ছবি।

পোস্টে লেখা আছে, “বাহরিনের রাজা দুবাইতে এলেন রোবট বডিগার্ড সঙ্গে নিয়ে, যার ক্যামেরা ৩৬০ ডিগ্রি দেখতে পায় আর ইন–বিল্ট কিছু পিস্তলও আছে। প্রযুক্তি এত দ্রুত এগোচ্ছে যা ইতিহাসে কখনও হয়নি।”

এমন পোস্ট দেখুন এখানে (‌here, here, here, here, and here )‌।

FACT CHECK
নিউজমোবাইল এর ফ্যাক্ট চেক করে দেখেছে যে এই দাবি অসত্য।

ভিডিওটি বিশ্লেষনের সময় আমরা দেখতে পাই কার্পেটের ওপর ‘‌এতিমাদ’‌ কথাটি লেখা আছে। এর সূত্র ধরে ইউটিউব‌ সার্চ করে আমরা দেখতে পাই ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি ইউটিউবে (‌ YouTube )‌ এই ভিডিও দেওয়া আছে। আমরা ওই ঘটনার আরও অনেক ছবিও দেখতে পাই।

খলিজ টাইম্‌স (‌ Khaleeji Times )‌ ও গাল্ফ নিউজ (‌ )‌ সহ অনেকগুলি সংবাদমাধ্যমে ২০১৯–এ এই খবর প্রকাশিত হয়েছিল।

আমরা আরও দেখতে পাই যে ভিডিওর লোকটির সঙ্গে বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা–র কোনও মিল নেই।

কাজেই উপসংহারে আমরা বলতে পারি ভিডিওর দাবি অসত্য।