‌Fact Check: শাহরুখ খান ‘‌টিপু সুলতান’কে নিয়ে কোনও সিনেমা করছেন না;‌ সত্য জানুন এখানে

0 515

‌সামাজিক মাধ্যমে একটা পোস্টার শেয়ার করা হচ্ছে, যাতে বলা হয়েছে সেটা ‘‌টিপু সুলতান’ নামে একটি সিনেমার পোস্টার, আর তাত অভিনয় করছেন বলিউডের অভিনেতা শাহরুখ খান।

মানুষ এই পোস্টার শেয়ার করছেন এবং অন্যদের বলছেন ফিল্মটি বয়কট করতে। অনুবাদে পোস্টটি এরকম:‌ “শাহরুখ খান ফিল্মে অভিনয় করছেন ‌টিপু সুলতানের চরিত্রে, যিনি হিন্দুদের গণহত্যা করেছিলেন। এটাকে বয়কট করা দরকার।”

ওপরের পোস্ট ( post  ) দেখুন এখানে ।

FACT CHECK
নিউজমোবাইল এর ফ্যাক্ট চেক করে দেখেছে যে এই দাবি অসত্য।

আমরা এসআরকে–র সামাজিক মাধ্যমের সব অ্যাকাউন্ট সন্ধান করে এই ফিল্ম নিয়ে কোনও ঘোষণা দেখতে পাইনি। আমরা এটাও লক্ষ্য করি যে ফিল্মের পোস্টারে কোনও ক্রেডিট লাইন নেই।

আইএমডিবি (‌ the IMDB )‌–র তালিকায় দেখা যাচ্ছে এসআরকে এমন কোনও ছবি করেননি, এবং এমন কোনও ছবির কথা ঘোষণাও করেননি।

তারপর পোস্টটির রিভার্স ইমেজ সার্চ করে আমরা দেখতে পাই এক অনুরাগী এই পোস্টারটি তৈরি করেছিলেন। আমরা দেখতে পাই ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর তারিখে ইউটিউবে (‌ YouTube )‌ এই ফ্যান–বেসড টিজারটি আছে।

ট্রেলার শুরুই হয়েছে এই ডিসক্লেমার দিয়ে যে ভিডিওটি শুধুই বিনোদনের জন্য তৈরি।

ওপরের তথ্য থেকে স্পষ্ট যে অভিনেতা ‘‌টিপু সুলতান’কে নিয়ে এমন কোনও সিনেমা  করছেন না। কাজেই দাবিটি অসত্য।