Fact Check: ‌বিহারের খানাখন্দভরা রাস্তার পুরনো ছবি বিভ্রান্তিকর দাবিসহ শেয়ার করা হচ্ছে

0 239

খানাখন্দভরা একটি রাস্তার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে এই দাবিসহ যে সেটি ভারতের একটা আধুনিক শহর।
ছবিটি শেয়ার করা হচ্ছে এই বাংলা ক্যাপশন দিয়ে:‌ “আধুনিক যুগ, আধুনিক শহর :
প্রত্যেক বাড়ীর সামনে সুইমিং পুল !”

এইখানে ওই পোস্টের (‌ post )‌ লিঙ্ক দেওয়া হল। আরও এমন পোস্ট দেখুন (‌ here and here )‌।

FACT CHECK

নিউজমোবাইল এই পোস্টটির সত্যতা যাচাই করে দেখেছে যে এটি অসত্য।

আমর ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দেখতে পাই ২০১৬ সালের একটি টুইট (‌ tweet )‌ যেখানে এই ছবিটি আছে। সেই ছবিতে বলা হয়েছিল সেটি ভাগলপুর–পিরপেইন্টি–মির্জাচৌকি জাতীয় সড়কের (NH-80)–র ছবি।

তারপর আমরা আরও অনুসন্ধান করে দেখতে পাই ২০১৭ সালের টাইমস অফ ইন্ডিয়া’‌র (‌ TOI )‌ একটি রিপোর্ট। সেখানেও এই ছবিটি ছিল এবং তাতে বলা ছিল ছবিটি বিহারের।
এই ছবিটি বিহারের রাস্তার অবস্থা কতটা বেহাল তা বোঝাতে একজন ইউজার বিহারের তৎকালীন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে (‌ Bihar Deputy CM, Tejashwi Yada )‌ ছবিটি ট্যাগ করেন। তারপর তেজস্বীও সেটি টুইট করেছিলেন। তাঁর টুইটে একই জায়গার রাস্তা সারানোর আগের ও পরের দুটি ছবি দিয়ে তুলনা টানা হয়েছিল।

এবিপি নিউজের (‌ ABP )‌ ২০১৭ সালের একটি রিপোর্টে বলা হয়েছিল তারা যাচাই করে দেখেছে ছবিটি বিহারের এবং রাস্তাটি সারাই করা হয়েছিল।
ওপরের তথ্য থেকে আমরা বলতে পারে যে ছবিটি বিহারের একটি পুরনো ছবি। কাজেই পোস্টটি বিভ্রান্তিকর।