Fact Check: তেলেঙ্গানার পুরনো ছবি অসত্য প্রচার করে পশ্চিমবঙ্গের পুলিশের মসজিদ সাফ করার ছবি বলে শেয়ার করা হচ্ছে

0 301

কিছু পুলিশের একটি স্থান সাফ করার ছবি এই দাবি করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যে পশ্চিমবঙ্গের পুলিশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে নমাজের জন্য মসজিদ সাফ করছে।

ছবির সঙ্গে হিন্দিতে যা লেখা আছে, অনুবাদে তা মোটামুটি এইরকম:‌ “‌আপনি কি কখনও পুলিশকে মন্দির সাফ করতে দেখেছেন?‌ না তো?‌ কিন্তু দেখুন, বাংলায় মমতা দিদির পুলিশ মনাজের জন্য মসজিদ সাফ করছে”

(Original Text: क्या आपने कभी पुलिस को देखा है मन्दिर साफ करते हुए? नहीं ना ? पर. बंगाल में ममता दीदी की पुलिस, मस्जिद साफ कर रही है, नमाज के लिए.देखिये)

ওপরের পোস্ট (‌ post ) দেখুন এখানে ।

FACT CHECK
নিউজমোবাইল এর ফ্যাক্ট চেক করে দেখেছে যে এই দাবি বিভ্রান্তিকর।

রিভার্স ইমেজ সার্চ করে আমরা দেখতে পাই ভিডিওটি সামাজিক মাধ্যমে (‌ social media  )‌ আছে ২০১৭ সাল থেকে। টিনআই (‌ TinEye  )‌ রিভার্স ইমেজ সার্চ করে আমরা দেখতে পাই আরও অনেকে এই ছবি শেয়ার করেছিলেন এই বলে যে সেটি তেলাঙ্গানার রাজধানী হায়দরাবাদের ছবি।

ছবিটি খুঁটিয়ে দেখে আমরা লক্ষ্য করি পুলিশদের ইউনিফর্মে প্রতীক রয়েছে। আরও সন্ধান করে বোঝা যায় প্রতীকটি তেলাঙ্গানা পুলিশের।

আমরা ছবিতে “এসকে টয়েজ” লেখা একটি বোর্ড দেখতে পাই। কিছু কিওয়র্ড দিয়ে গুগল (‌ Google )‌ সার্চ করে আমরা দেখতে পাই এটা তেলাঙ্গানার ভাইসার “এসকে টয়েজ” বলে একটি দোকান। গুগলে এই দোকানের বোর্ডের ছবি ভাইরাল ছবিটির বোর্ডের সঙ্গে হুবহু মিলে যায়। জাস্ট ডায়াল (‌ Just Dial )‌–এর তথ্য অনুযায়ী “এসকে টয়েজ”  অবস্থিত “পাঞ্জেশা মসজিদ”–এর কাছে।

<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fdgptelangana%2Fposts%2F1757932621144826&show_text=true&width=500″ width=”500″ height=”703″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

আরও সন্ধান করে দেখতে পাই এই ছবিটাই ২০১৬ সালের ১৮ জুন ফেসবুকে (‌ Facebook  )‌ আপলোড করা হয়েছিল এই দাবি করে যে ভাইনসা পুলিশ রমজানের জন্য পাঞ্জেশা মসজিদ সাফ করছে।

<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fnewstelanganatv%2Fposts%2F1731591023790329&show_text=true&width=500″ width=”500″ height=”715″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

তেলাঙ্গানা পুলিসও ২০১৬–র ২০ জুন এই ছবি পোস্ট (‌ posted )‌ করে লিখেছিল, “ভাইনসার ডিএসপি, সিআই মুঢোলে, এসআই তানুর, লোকেশ্বরম ও মুঢোলে স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করেন এবং মন্দির ও মসজিদ সাফ করেন এবং মুঢোলেতে গাছ পোঁতেন।”

<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fdgptelangana%2Fposts%2F1757932621144826&show_text=true&width=500″ width=”500″ height=”703″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

ওপরের তথ্য থেকে এটা স্পষ্ট যে তেলাঙ্গানার পুরনো ছবি পশ্চিমবঙ্গের পুলিশের মসজিদ সাফ করার ছবি বলে অসত্য প্রচার চলছে। কাজেই ভাইরাল দাবি বিভ্রান্তিকর।