
নিউজমোবাইল এর সত্যতা যাচাই করে দেখেছে এটি ঠিক নয়।
গুগল রিভার্স ইমেজ সার্চে দিয়ে আমরা এই ছবিটি তুষার গুপ্তা নামের একজনের ফেসবুক ( Facebook) পেজে দেখতে পাই।




আমরা আইপিএস অফিসার শ্রুত কীর্তি সোমবংশীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান ভাই—বোন তথ্যটি ভুল। তিনি নিজেই ২০২০ সালের ৬ সেপ্টেম্বর ইনস্টাগ্রামের স্টোরিতে ছবিটি দিয়ে তথ্য ভুল বলে জানিয়ে তা শেয়ার করতে মানা করেছিলেন।
আমরা ২০১৭ সালের সিভিল সার্ভিস পরীক্ষার কাডার অ্যালটমেন্ট সূচিও (list) খতিয়ে দেখি। তাতে দেখা যায় এঁরা তিন জন তিন রাজ্যের মানুষ।




আপোনাৰো যদি কোনো তথ্য বা বাতৰিৰ সত্যতা নিৰূপণ কৰিবলৈ আছে, তেন্তে +91 11 7127 9799-এই নম্বৰত হোৱাটচ আপ কৰক।